ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ স্থগিত করলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৪৩, ২৩ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতায় পর পালাবদল চলছেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে। সেই ধারাবাহিকতায় এবার নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক সিরিজ স্থগিত করলো পিসিবি। 

সংক্ষিপ্ত ফরমেরটের বিশ্বকাপকে সামনে রেখে ২০২৪ সালের মে মাসে নেদারল্যান্ডসের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ক্রিকেটারদের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ৬ মাস আগেই সেই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 

তবে দুই বোর্ড আলোচনা করে পরবর্তীতে সিরিজটি আয়োজন করবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডস ক্রিকেট। 

সিরিজটি বাতিল হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেদারল্যান্ডস। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি প্রস্তুতির একটি বড় সুযোগ হতে পারতো তাদের। 

হতাশার বিশ্বকাপ অধ্যায়ের পর নতুন মোড়কে রূপ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট। ইতোমধ্যে দেশটির জাতীয় ও অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক, কোচিং প্যানেল ও অধিনায়কত্বেও ব্যাপক রদবদল আনা হয়েছে। বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে।   

এএইচ

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি