ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নেদারল্যান্ডস-আর্জেন্টিনা লড়াইয়ে এগিয়ে কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২২, ১০ ডিসেম্বর ২০২২

চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ভার্জিল ফন গালের শিষ্যদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দল মাঠে নামার আগে সমর্থকদের মনে প্রশ্ন- এই ম্যাচে ফেভারিট কে? কে এগিয়ে?

পরিসংখ্যান অনুযায়ী, নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ বারের মুখোমুখি দেখায় কিছুটা পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। যেখানে কিছুটা এগিয়ে ডাচরা। লা আলবিসেলেস্তেদের ৩ জয়ের বিপরীতে ডাচরা জিতেছে ৪টিতে, ড্র হয়েছে ২টি ম্যাচ।

তবে বিশ্বকাপের মঞ্চে দুই দল সমানে সমান। বিশ্ব আসরে এর আগে পাঁচবার দেখায় নেদারল্যান্ডস দুটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও দুটি। একটি ম্যাচ ড্র হয়েছে। তবে সবশেষ দুই দলের দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। 

২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে ফাইনালে নাম লেখায় লিওনেল মেসির দল।

এবার অবশ্য টাইব্রেকার পর্যন্ত যেতে চাইলেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। নির্ধারিত সময়েই ম্যাচ জিততে চান তিনি। 

স্কালোনি বলেন, “ছেলেরা প্রতিদিনই অনুশীলন করে। আশা করি ম্যাচেও ওদের কোনো সমস্যা হবে হবে না। ১২০ মিনিটের পর পেনাল্টি নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমরা ম্যাচটা নির্ধারিত সময়েই জেতার লক্ষ্য রাখছি। যদি টাইব্রেকারে গড়ায়, তখন ওটা নিয়ে ভাবব।”

অন্যদিকে, মেসিদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেদারল্যান্ডসের কোচ ফন গাল, তারা নামছেন প্রতিশোধের লক্ষ্যেই।

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। ওই ম্যাচেও ডাচদের কোচ ছিলেন ফন গাল। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। 

ডাচ কোচ বলেন, “২০১৪-তে হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরাও কম না।”

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি