ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নেদারল্যান্ডের ফুটবল তারকা রবিন ভ্যান পার্সির জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৫৩, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ৬ আগস্ট ২০১৬

রবিন ভ্যান পার্সি নেদারল্যান্ডের জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার। ১৯৮৩ সালে আজকের এই দিনে নেদারল্যান্ডের রুটেরড্যাম শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম রবিন ভান পার্সি। তবে, দর্শক ও সহকর্মীরা ভান পার্সি নামেই ডাকেন তাকে। খুব অল্প সময়ে ফুটবলে নিজের নৈপূন্য দেখিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। তাই পরিবারের সহযোগীতায় মাত্র পাঁচ বছর বয়সেই ফুটবল খেলা শুরু করেন এক্সেলসিওর ক্লাবের হয়ে। এই ক্লাবে দুই মৌসুম খেলে নতুন করে মাঠে নামেন ফায়ানর্ড ক্লাবে। যুব ক্যারিয়ারে এই ক্লাবে ভালো খেলায় সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলেও। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৬১টি ম্যাচ খেলে গোল করেন ১৫টি। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৪ সালে খেলেন আর্সেনালের জার্সি। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ২০১২ সাল পর্যন্ত ১৯৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৯৬টি। ২০১২ সালে তিন মৌসুমের জন্য যোগদেন ম্যানচেষ্টার ইউ্ধসঢ়;নাইটেডে। এ্ধসঢ়;ই ক্লাবের হয়ে মাঠে নামেন ২০১৫ সাল পর্যন্ত। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন ফিরেনবাচ ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও আলো ছড়ান ভ্যান পার্সি। খেলেন নেদারল্যান্ড অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২১ দলে। আর ২০০৫ সাল থেকে খেলে যাচ্ছেন নেদারল্যান্ডের জাতীয় দলে জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ১০১টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৫০টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি