ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো টাইগ্রেসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২০ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বরের শুরুতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে আজ (শুক্রবার) যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। এরপর মূল কাজটা প্রথম ইনিংসেই সেরে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপাল ৫৪ রান তোলে। বাংলাদেশ তাদের লক্ষ্য পেরিয়ে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে।

মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭.২ ওভারে ৪৬ রান করেন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।

ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।

এর আগে টস হেরে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং তো করেছেনই, এর সঙ্গে নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে ১১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে তারাই আগে থেকে শীর্ষে ছিল। ফলে ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামী রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি