ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সংসদ নির্বাচনে পরাজিত হওয়ায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এতে নতুন সরকার গঠনের পথ তৈরি হয়েছে। গত বছরের নভেম্বরে এবং ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

দেউবা তার ঘোষণায় বলেছেন, আমি নির্বাচনের সব স্তরের পরিচালনার কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

দেউবার আট মাস কার্যনির্বাহকালীন সময়ে জাতীয় সংসদ এবং নবগঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেউবার নেপালি কংগ্রেস পার্টি দুই প্রধান কমিউনিস্ট পার্টির একটি জোটের কাছে হেরে যায়। নেপালের কমিউনিস্ট পার্টি  (ইউনাইটেড মার্ক্সিস্ট লেনিনিস্ট) নেতা খাজা প্রসাদ অলি পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছে বলে আশা করা যাচ্ছে।

৭০ বছর বয়সী দেউবা এর আগে ১৯৯৫ থেকে ’৯৭, ২০০১ থেকে ’০২, ২০০৪ থেকে ’০৫ সালে তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র: ইউএনবি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি