ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেপালে পৌঁছেছেন হতাহতদের স্বজনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৩ মার্চ ২০১৮

বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর দুর্ঘটনায় হতাহতদের ৪৬ জন আত্মীয় নেপালে পৌঁছেছেন। নেপালের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে স্বজনদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

হতাহতদের স্বজনদের সঙ্গে আছেন ইউএস বাংলার ৭ কর্মকর্তা। নিহতদের লাশ দেশে আনার বন্দোবস্ত করবেন তারা। পাশাপাশি আহতদের চিকিৎসার দায়িত্বও নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

এর আগে গতকাল সোমবার প্রতিটি পরিবার থেকে একজনকে নেপালে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, গতকাল সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। এর মধ্যে বাংলাদেশের ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি