ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নেপালে বিমান দুর্ঘটনায় ২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৭ মে ২০১৮

নেপালে পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। বুধবার খারাপ আবহাওয়ার কারণে এই পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। দেশটিতে এটিই সর্বশেষ বিমান দুর্ঘটনা। উত্তর-পশ্চিম জেলা হুমলা জেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দ্য মাকালু বিমান সংস্থার পরিবহন বিমানটির উড্ডয়নের পর পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানের ধ্বংসাবশেষ প্রায় ৩ হাজার ৯শ’ মিটার উচু একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  এএফপি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি