ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নেপালে ভয়াবহ ভূমিধস, নদীতে ছিটকে পড়ল যাত্রীবোঝাই দুই বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১২ জুলাই ২০২৪

নেপালে ভূমি ধসে ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছে দু'টি বাস। দু'টি বাস মিলিয়ে অন্তত ৬৩ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বৃহস্পতিবার থেকেই ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। তারই মধ্যে শুক্রবার ভোরে আচমকা ধস নামায় দু'টি বাস রাস্তা থেকে ছিটকে নীচের উত্তাল নদীতে পড়ে যায়। 

ওই দুই বাসের সব যাত্রী নিখোঁজ।  দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান নেপাল প্রশাসনের শীর্ষ কর্তারা। ত্রিশূলি নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই।

তবে একটানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ বেশ কিছুটা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি