ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নৈতিকতার কারণে দুই মন্ত্রীকে পদত্যাগের আহবান জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৮:৫৮, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৭ মার্চ ২০১৬

আপিল বিভাগে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীকে নৈতিকতার কারণে পদত্যাগের আহবান জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলছেন, তাদের মন্ত্রীত্ব থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর। এদিকে রায়ের ব্যাপারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কোনো প্রতিক্রিয়া না জানালেও রিভিউ করার কথা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সর্বোচ্চ আদালত জরিমানা করার পর দুই মন্ত্রীর মন্ত্রিত্ব থাকছে কি-না, এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। তবে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্য পদ কিংবা মন্ত্রীত্ব, হারানোর ব্যাপারে সংবিধানে যেসব নির্দেশনা আছে, তাতে দুই মন্ত্রী স্বপদে বহাল থাকা নিয়ে আইনী জটিলতা নেই। কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রিত্ব থাকবে কি-না, তা প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর  নির্ভর করছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহেমেদ। অবশ্য, আইনে বাধ্যবাধকতা না থাকলেও নৈতিকতার দিক থেকে ২ মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক। সাজা প্রাপ্ত দুই মন্ত্রী নৈতিকতার বিষয়টি আমলে না নিলেও তাদের অপসারণ করে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করবেন আশাবাদ জানিয়েছেন , সুপ্রিম কোট আইনজীবী সমিতির বিদায়ী নেতারা। এদিকে আপিল বিভাগের রায়ের পর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, তিনি রিভিউ করার প্রস্তুতি নিচ্ছেন। আর খাদ্যমন্ত্রী, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের কাছে বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। এর বাইরে তার কাছে তার কাছে আর কোনো নির্দেশনা নেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি