ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নোবিপ্রবিতে রিজিওন বাজেট অলিম্পিয়াড`১৯ অনুষ্ঠিত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৪১, ২৪ অক্টোবর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রয়েল ইকোনমিক্স ক্লাবের উদ্যোগে নোয়াখালী রিজিওন বাজেট অলিম্পিয়াড'১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালীর বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সত্যজিত চক্রবর্তীর উপস্থাপনায় সঞ্চালনায় ও অর্থনীতি বিভাগের সভাপতি মো. মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দীন। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকান্দার আলী মিনা এবং প্রধান নির্বাহী প্রাণ ও বাজেট অলিম্পিয়াডের ন্যাশনাল কো-অর্ডিনেটর নুরুল আলম মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরইসি সভাপতি মহিউদ্দিন খন্দকার সজীব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইসি সাধারণ সম্পাদক মো. সাহেদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক লিটন চন্দ্র ভৌমিক ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ বাজেট অলিম্পিয়াড নোয়াখালী রিজওনে মেধার ভিত্তিতে নির্বাচিত ২০ জনকে পুরষ্কার ও সনদ প্রদান করেন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি