নোবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপি কর্মশালা
প্রকাশিত : ১৮:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের ‘ট্রেনিং অন লার্নিং মেথডোলজি, গুগল ক্লাসরুম এন্ড এক্রেডিটেশন’ শীর্ষক কর্মশালার সমাপ্তি হয়েছে। মঙ্গলবার ও বুুধবার দু’দিন ব্যাপি ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি) নোবিপ্রবি শাখার আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার সমাপ্তি শেষে প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষকদের পাঠদানের পাশাপাশি নিয়মিত গবেষণা করতে হবে এবং গবেষণার গুণগত মান নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির সাথে নতুনদের সবসময় আপডেট থাকতে হবে। পুঁথিগত শিক্ষার বাইরেও আমাদের জ্ঞনার্জন করতে হবে। সততা ও নৈতিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারলেই একজন আদর্শ শিক্ষক হওয়া সম্ভব’। পরিশেষে এই কর্মশালা শিক্ষকদের পেশাগত ক্ষেত্রে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
কেআই//
আরও পড়ুন