ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নোবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে অভিযোগ, ইউজিসির চিঠি

নোবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৩:২৭, ৭ জানুয়ারি ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের বিষয়ে রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম শেখ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭/১২/২০২০ তারিখের ৩৭,০০,০০০০,০৮০,০৮,০১২,১৮-২৩২ স্মারকের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের বিরুদ্ধে উপস্থাপিত  অভিযোগের বিষয়ে নিম্নলিখিত বিষয়ে তথ্য প্রমাণাদি (সংশ্লিষ্ট কাগজপত্রের প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর ও তারিখসহ) সংযুক্ত করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বরাবর গোপনীয়তার সঙ্গে (সীলগালাসহ) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে বলা হয়- ক) প্রাণিবিজ্ঞান বিভাগের প্রার্থী ড. নাহিদ সুলতানা, ড. আ. স. ম. শরীফুর রহমান,  ড. সুবোধ কুমার, মো. আনোয়ারুল ইসলাম, উপ-পরিচালক (অডিট), লোকেশ মজুমদার, সহকারী পরিচালক (অডিট), ডা. লোপা, জাকির হোসেন, কৃষি বিভাগের ড. মো. আতিকুর রহমান ভূইয়া, বাংলা বিভাগের শিক্ষক চন্দন আনোয়ার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রোকনুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের সৈয়দ আতিকুল ইসলামের নিয়োগের বিজ্ঞপ্তি, বায়োডাটা, বাছাইবোর্ডের সুপারিশ ও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়স, শিক্ষাগত যোগ্যতা ও  অভিজ্ঞতা এবং আবেদনের সময় বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য, লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতার ফটোকপিসহ নম্বর/মার্কস, সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও নিজাম উদ্দিনের প্রতি ছয় মাস অন্তর কেন চুক্তি নবায়ন হয়নি তার ব্যাখা দিতে হবে। 

(খ) শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা। (গ) নোবিপ্রবির কর্মকর্তা, কর্মচারী নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালাও জমা দিতে বলা হয় হয় চিঠিতে। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি