ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোভাভ্যাক্সের চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভ্যাক্স বৃহস্পতিবার জানিয়েছে, তারা কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক চূড়ান্ত তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। খবর এএফপি’র।

এ ট্রায়াল যুক্তরাজ্যে চালানো হবে। সেখানে এ ট্রায়ালের জন্য আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১০ হাজার স্বেচ্ছাসেবকের নাম তালিকাভূক্ত করা হবে।

এ ভ্যাকসিন তৈরির প্রযুক্তিগত নাম ব্যবহার করে কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রেসিডেন্ট গ্রেগ্ররি গ্লিন বলেন, ‘সার্স-কোভ-২ সংক্রমণের সর্বোচ্চ পর্যায় পর্যবেক্ষণ করার এবং যুক্তরাজ্যে এটি অব্যাহত রাখার প্রত্যাশা নিয়ে আমরা আশা করছি যে এই চূড়ান্ত তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের কাজে স্বেচ্ছাসেবকদের দ্রুত তালিকাভূক্ত এবং যত দ্রুত সম্ভব এনভিএক্স-কোভ-২৩৭৩-এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা যাবে।’

বিশ্বব্যাপী তৃতীয় ধাপে পৌঁছা এটি হচ্ছে ১১তম কোভিড-১৯ ভ্যাকসিন।

করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে যুক্তরাষ্ট্র সরকার এ কোম্পানিকে একশ’ ৬০ কোটি ডলার দিয়েছে।

মেরিল্যান্ড ভিত্তিক এ কোম্পানি এ ভাইরাসের স্পাইক প্রোটিনের সংশ্লেষিত বিভিন্ন ক্ষুদ্র অংশ জন্মাতে কীট কোষ ব্যবহার করে। এটি মানব দেহে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি