ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে আশংকাজনক হারে বেড়েছে শিশুরোগ (ভিডিও)

প্রকাশিত : ১২:০৫, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালীতে আশংকাজনক হারে বেড়েছে শিশুরোগ। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও বেড ব্যবস্থা না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব, সংকিত না হয়ে যতœ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে দেড় শতাধিক শিশু। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ডাইরিয়াসহ ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত এসব শিশু।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও অনেকের মিলছে না বেড, থাকতে হচ্ছে বারান্দার ফ্লোরে। আবার পাচ্ছে না পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও সঠিক চিকিৎসা।

এদিকে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও বেড না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব, তাই সংকিত না হয়ে যতœ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

সংকটময় মুহুর্তে কর্তৃপক্ষকে আরো গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেয়ার আহ্বান ভুক্তভোগীদের। 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি