ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নৌ-যান শ্রমিকদের ধর্মঘট নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি

প্রকাশিত : ২০:৫৪, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ২০:৫৬, ২৫ আগস্ট ২০১৬

বেতন বৃদ্ধির দাবিতে নৌ-যান শ্রমিকদের ধর্মঘট নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে শ্রমপরিদপ্তরের পরিচালক জানিয়েছেন, শিগগিরই সমাধান হবে। তবে সংকটের জন্য লঞ্চ মালিকদের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন নৌমন্ত্রী। ধর্মঘট অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত ২২ আগস্ট রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে নৌ শ্রমিকরা। গতকাল শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর আজ শ্রম পরিদপ্তরে মালিকদের সঙ্গে বৈঠকে বসে সরকার। প্রায় চার ঘন্টার বৈঠকটি শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম আশরাফুজ্জামান জানান, দ্রুতই সমাধান হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নৌমন্ত্রী অবশ্য সংকটের জন্য মালিকদেরই দায়ী করেন। শ্রমিকদের বেতন বাড়ানোর ব্যাপারে দ্রুতই উদ্যোগ নেয়ার কথা জানান মন্ত্রী। ধর্মঘটের তৃতীয় দিনেও বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বন্দরগুলোতেও পণ্য খালাস হয়নি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি