ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ন্যাশনাল কনসালট্যান্ট নেবে ডব্লিউএইচও, বেতন দেড় লাখ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৫ অক্টোবর ২০২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংস্থাটি ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীপ্রার্থীরা  অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট—এএমআর অ্যাডভোকেসি ক্যাম্পেইন

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন, ফার্মেসি, কমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স কনটেইনমেন্ট/গণযোগাযোগ বা অ্যাডভোকেসিতে প্রশিক্ষণ থাকতে হবে। সরকারি বা কোনো উন্নয়ন সংস্থায় এএমআর সংশ্লিষ্ট কাজ বা পাবলিক হেলথ অ্যাডভোকেসিতে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৫৩ হাজার ৬৯৫ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এ লিংক  থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১৯ অক্টোবর ২০২২।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি