নড়াইলে চলছে ধানকাটা উৎসব
প্রকাশিত : ১২:১৬, ৪ মে ২০১৭ | আপডেট: ১৩:০৫, ৪ মে ২০১৭
প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে নড়াইলে চলছে ধানকাটা উৎসব। তবে একসঙ্গে সবার ধান কাটা প্রয়োজন হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। প্রতিমণ ধান ৭০০ থেকে ৯০০টাকায় বিক্রি হলেও একজন শ্রমিককে প্রতিদিন মজুরি হিসেবে দিতে হচ্ছে ৮০০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
নড়াইলে সোনালি ধান ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে চলছে ধানকাটার উৎসব। এবার নড়াইলে বোরো ধানের আবাদ হয়েছে ৪১ হাজার ৩২০ হেক্টর জমিতে।
তবে, ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। একসঙ্গে বেশির ভাগ ধান পেকে যাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় বেড়ে গেছে শ্রমিকের চাহিদা। প্রতিদিন একজন শ্রমিককে মজুরী দিতে হচ্ছে ৮০০ টাকা।
এদিকে, নড়াইলে মণপ্রতি নতুন বোরো ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। তবে, ভালো মানের ধান বিক্রি হচ্ছে ৯০০টাকা পর্যন্ত।
গতবার দাম বেশি পাওয়ায় এবছর কৃষকরা ধানের আবাদ বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।
এবারও ধানের ন্যায্য দাম পাওয়ার আশা করছেন নড়াইলের কৃষকরা।
https://youtu.be/yoVN98YcxFg
আরও পড়ুন