নড়াইলে ফলের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১
প্রকাশিত : ২২:২২, ৩১ আগস্ট ২০১৮
নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকা থেকে দুটি ফলের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
এর আগে সকাল ৮টার দিকে নড়াইলের সীতারামপুর এলাকা থেকে ইয়াকুব মোল্লা (২৮) ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।
ইয়াকুব নড়াইল সদরের ফেদী গ্রামের দাউদ মোল্লার ছেলে। ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে এসআই সৈয়দ জমারত আলী, এএসআই কামরুজ্জামান, এএসআই হাবিবসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।
এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। ইয়াকুব ৪ হাজার টাকার বিনিময়ে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে অভিনব কায়দায় আপেল ও বেদানা ফলের ভেতরে ফেনসিডিলগুলো নড়াইলে নিয়ে আসছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ইয়াকুব ভাড়ায় মোটর সাইকেল চালান।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেআই/এসি
আরও পড়ুন