ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নড়াইলে বর্ষবরণ উৎসব জমে উঠেছে

প্রকাশিত : ১৬:৪৬, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ১৭ এপ্রিল ২০১৬

নড়াইলে জমে উঠেছে ৫ দিনব্যাপী বর্ষবরণ উৎসব। প্রতিদেনের আয়োজনেও থাকছে ভিন্নতা।  নৌকাবাইচ, ঘোড়দৌড়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । এছাড়া পুরো উৎসব জুড়েই চলছে গ্রামীণ মেলা। প্রতিদিনই এখানে ভীড় করছেন, নানা বয়সের মানুষ। সুলতান মঞ্চ চত্বর, রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরসহ বিভিন্ন জায়গায় চলছে এ উৎসব। মেলায় ওঠেছে কুঠির শিল্প, হস্তশিল্প ও বাঁশ-কাঠের তৈরি দেশীয় নিত্য ব্যবহার্য জিনিসপত্র। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এসব আয়োজন দেখতে প্রতিনই বাড়ছে উৎসুক জনতার ভীড়। উৎসবের দ্বিতীয় দিনে কালিয়ার নবগঙ্গা নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ। নৌকাবাইচ দেখতে ভীড় করেন হাজারো জনতা। ব্রাহ্মণডাঙ্গায় বৈশাখী মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। দল বেঁধে উৎসব দেখতে আসে  হাজরো জনতা। রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী। এছাড়া প্রতিদিনই আছে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলার বিভিন্ন স্থানে চলছে গ্রামীণ মেলা ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি