ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নড়াইলে ব্যাংক ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২৩ জুলাই ২০১৮

নড়াইল সদরের মাইজপাড়ায় গ্রামীণ ব্যাংক ডাকাতির পরিকল্পনাকারী হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মাইজপাড়া বাজার থেকে হাফিজুরকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। হাফিজুর নড়াইল সদরের দেবীপুর গ্রামের ছাক্কার মোল্লার ছেলে এবং এ বছর ঢাকার আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

সদর থানার এএসআই আনিসুজ্জামান, মনিরুজ্জামান, রেজাউল ও ইলিয়াস হোসেনের যৌথ অভিযানে হাফিজুরকে গ্রেফতার করা হয়। এএসআই আনিসুজ্জামান জানান, এর আগে গত ৮ এপ্রিল রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছিন ঢালীকে (২১) গ্রেফতার করে পুলিশ। ইয়াছিন নড়াইল সদরের দেবীপুর গ্রামের কুটি মিয়া ঢালীর ছেলে এবং ঢাকার আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ইয়াছিন সম্পর্কে হাফিজুরের আপন ফুপাতো ভাই। ইয়াছিন ঢালী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে জানিয়েছেন, ব্যাংক ডাকাতির পরিকল্পনাকারী তার মামাতো ভাই হাফিজুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি বিকেলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় স্বশস্ত্র অবস্থায় ঢুকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও দু’টি মোটরসাইকেল ডাকাতি করে ইয়াছিনসহ ছয়জন। ব্যাংক এলাকার একটি দোকানের সিসিটিভির ভিডিও দেখে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে সনাক্ত করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, সদরের মাইজপাড়ায় গ্রামীণ ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি