ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নড়াইলে শয়নকক্ষে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৬, ২৫ আগস্ট ২০১৭

নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে খুলনার দিঘলিয়া ইউনিয়নের গাজিরহাটে নিজের বাগান বাড়িতে শয়নকক্ষে গুলিবিদ্ধ হন তিনি। তাঁকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।


নিহত নাহিদুল হোসেন মোল্লা (৪৮) কালিয়ার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাহিদুলের স্ত্রী পলি খানম জানান, রাতে তারা দিঘলিয়া ইউনিয়নের গাজীরহাট বাগান বাড়িতে ছিলেন। বাড়ির দোতলার জানালা খুলে তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে গুলির শব্দে ঘুম ভেঙে যায়। পাশের কক্ষে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় ছটফট করছেন তার স্বামী। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


কালিয়া থানার ওসি সমশের আলী জানান, ধারণা করা হচ্ছে, ভবনের কার্নিশ বেয়ে উঠে সন্ত্রাসীরা জানালা দিয়ে চেয়ারম্যানকে গুলি করে পালিয়েছে। গুলি লেগেছ তাঁর কোমরে। নড়াইল এবং দিঘলিয়া থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।


স্থানীয়রা বলাবলি করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্ত্রাসীরা আগে থেকেই সুযোগের অপেক্ষায় ছিল। সবশেষ খবর পাওয়া পর্যিন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল পুলিশ।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি