নড়িয়া উপজেলা পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে(ভিডিও)
প্রকাশিত : ০৯:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮
পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা। এরই মধ্যে নদীতে বিলীন হয়েগেছে অনেক এলাকা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ডিসেম্বরে শুরু হবে বাঁধ নির্মান কাজ। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের বসবাস খোলা আকাশের নিচে। তারা পাচ্ছেনা প্রযোজনীয় ত্রাণ সহায়তা।
এ বছর নড়িয়ায় পদ্মা ভাঙন শুরু হয় আগস্টের দিকে। সেপ্টেম্বরে হয়ে ওঠে তীব্র সর্বগ্রসী। গত ১৫ দিনে বাঁশতলা, মূলফৎগঞ্জ ও সাধুরবাজার এলাকায় ১৮ বর্গকিলোমিটার এলাকা প্রমত্তা পদ্মার গ্রাসে বিলীন হয়ে গেছে। এখনো ঝুঁকিতে অনেক স্থাপনা, ফসলের জমি।
ভাঙ্গনে সব কিছু হারিয়ে বিপন্ন হাজারো পরিবারের মাথাগোঁজার ঠায় খোলা আকাশের নিচে। অনেকেরই জুটছেনা তিন বেলার খাবার।
সহায়-সম্বলহীন মানুষগুলোর অভিযোগ, ত্রাণ সহায়তা খুবই কম।
আর নদী ভাঙ্গনে গৃহহীনদের দ্রুত পুনর্বাসনের দাবি বিভিন্ন সংগঠনের।
স্থানীয় প্রশাসনের আশ্বাস, প্রযোজনীয় ত্রাণ সহায়তা পাবে ক্ষতিগ্রস্তরা।
এদিকে, জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন