ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

নয়ন ও ফরাজী প্রভাবশালীদের ছত্রছায়ায় চালাতো মাদক ব্যবসা (ভিডিও)

প্রকাশিত : ১১:৫৩, ২৮ জুন ২০১৯

 

বরগুনার মাদক ব্যবসা ও অপরাধ জগতের চিহ্নিত মুখ রিফাত হত্যার দুই হোতা  নয়ন বন্ড ও রিফাত ফরাজী। কয়েকজন সহযোগীসহ তারা  বুধবার কুপিয়ে হত্যা করে রিফাতকে। স্থানীয়রা জানিয়েছেন, নয়ন ও ফরাজী প্রভাবশালীদের ছত্রছায়ায় চালাতো মাদক ব্যবসা। মাদক ও অস্ত্রসহ ২০১৭ সালে ৫ মার্চে গ্রেফতার হয়েছিল নয়ন।

স্থানীয় ও পুলিশ সূত্রে বলছে, রিফাত হত্যায় জড়িতদের অন্যতম নয়ন বন্ড ও রিফাত ফরাজী। অল্প বয়সেই অপরাধে জড়িয়ে পড়ে তারা। হয়ে উঠে পৌরসভা এলাকার  আতঙ্ক।

শুধু মাদক ব্যবসাই নয়, রিফাত নিজেও মাদকাসক্ত। ছিনতাইয়ের সাথেও জড়িত ছিল সে। তার হাতে লাঞ্ছিত হয়েছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। হামলা, মারধর রিফাত আর নয়নের  কাছে ছিলো নিত্যনৈমিত্তিক ব্যাপার। এসব কারণে কয়েকবার গ্রেফতার হলেও অজ্ঞাত কারনে ছাড়া পেয়ে তারা।

অভিভাবকদের সঙ্গে কথা বলতে গেলো বাড়িতে খুঁজে পাওয়া যায়নি কাউকে। পরিবারসহ পলাতক রিফাত হত্যার অন্যতম দুই আসামী।

ভয়ে স্থানীয়রাও ক্যামেরার সামনে কথা বলতে চান না। তবে কয়েক জন জানালেন, হত্যায় অংশ  নেয়া রিফাত ফরাজি ও তার ভাই সিফাত ফরাজি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে।

পুলিশও বলছে, নয়ন ও রিফাত ফরাজির বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।

অন্যায় করে পার পেয়ে যাওয়া এসব দূর্বৃত্তের ক্ষমতার উৎস জানতে চায় সচেতনমহল।

আরআইবি//

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি