ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লণ্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।

এর আগে বেলা ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। 

সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। 

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।

এসএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি