উপ-নির্বাচন
পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
প্রকাশিত : ১৬:৩৮, ১৬ মে ২০২৩ | আপডেট: ১৭:৩৩, ১৬ মে ২০২৩
আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সন্দ্বীপে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল সোমবার (১৫ মে) নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, 'আমি একাত্তরে সন্দ্বীপকে শত্রু মুক্ত করেছিলাম। আমি তখনও ভয় পাইনি এখনও পাই না। যারা সন্দ্বীপে অন্যায়,অত্যাচার লুটপাট করছে তাদেরকে সন্দ্বীপ থেকে বিদায় নিতে হবে। তাই আপনারা আগামী ২৫ তারিখ মা বোনদের নিয়ে কেন্দ্রে আসবেন। সবাই যার যার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কেউ যদি বাধা দেয়, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।'
নির্বাচনী প্রতীক পাওয়ায় পর গতকাল সোমবার প্রথম সন্দ্বীপ এসে প্রচারণা শুরু করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে গুপ্তছড়া ঘাটে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। পরে শোডাউন দিয়ে উপজেলা পরিষদের মাঠে পথ সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, নাগরিক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আহসান সুমন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান ফুলমিয়া, সাবেক যুগ্ম আহবায়ক শাহাদাত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম আকবর, মোশাররফ হোসেন লিটনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চট্টগ্রামের সন্দ্বীপে ১৯৭১ সালে বিএলএফের মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তাঁর নেতৃত্বে সন্দ্বীপ হানাদার মুক্ত হয়। আসন্ন ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। এরপর তিনি নাগরিক কমিটি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় নির্বাচনে লড়ছেন।
প্রসঙ্গত, সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শাহজাহান গত ২৩ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নির্বাচন কমিশন কর্তৃক সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচনী তফসিলে আগামী ২৫ মে উক্ত পদে নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।
উপ-নির্বাচনে মনোনায়ন পত্র ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন, কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন, স্বতন্ত্র প্রার্থী নাগরিক কমিটির মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) প্রার্থী আবুল কাশেম মাহমুদ।
সন্দ্বীপ উপজেলায় নির্বাচনে ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭০ জন, (২০১৯ সালে ভোটার ২ লাখ ২ হাজার ৬৩৫ জন) ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি তবে প্রস্তাবিত কেন্দ্র ৯৬টি।
কেআই//
আরও পড়ুন