ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৪-এ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বরে) ভোর ৬টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে তাপমাত্রা অনেক কমেছে। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগে বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘার নিকটম হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।

বিভিন্ন এলাকায় ঘুরে, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। গ্রামের নিম্নআয়ের মানুষের শীতে কষ্ট হচ্ছে বেশি। অনেককেই দেখা গেছে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুজতে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে অনেকেই সকালে কাজে বেরিয়েছেন। এখানকার পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবীদের দেখা গেছে তীব্র শীত উপেক্ষা করে কাজে যেতে।

গরম কাপড়ের অভাবে অনেককেই দেখা গেছে দুর্ভোগ পোহাতে। কেউ আবার ফুটপাতের পুরাতক গরম কাপড় কিনে চেষ্টা করছে শীত নিবারণের।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, ‘প্রতি বছর এ জেলায় শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ায় আমদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা শুরু হয়েছে।

এছাড়া আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছি। দুঃস্থ ও অসহায়দের মধ্যে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি