ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটিয়ায় লরির ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ০৯:০৩, ১৮ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়ায় পণ্যবাহী লরির ধাক্কায় যাত্রীবাহী সিএনজি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। 

নিহতরা হলেন উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার শ্রীকান্ত ধর (৫০), তারপুত্র মিঠু ধর (৩২) ও জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের আবদুল কাদেরের পুত্র আলী আজগর (৪০)। 

জানা গেছে, উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় কক্সবাজারমুখী পণ্যবাহী লরির সঙ্গে ধাক্কা লাগে হঠাৎ উল্টে যায় চট্টগ্রামমুখী একটি সিএনজি। এসময় ঘটনাস্থলে মিঠু ধর নিহত হন। উপস্থিত লোকজন আহত দুইজনকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী একটি সিএনজি হঠাৎ উল্টে গিয়ে লরি সঙ্গে ধাক্কা লাগে। এঘটনায় তিনজন নিহত হয়েছেন।  সিএনজি ও লরিটি তাদের হেফাজতে রয়েছে৷ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি