ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ১৮ অক্টোবর ২০২৪

পটুয়াখালীর বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক রং বেরংয়ের ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।

এছাড়া মহিপুরের অমখোলাপাড়া, মিস্রিপাড়া,কলাচানপাড়া ও নড়াপাড়াসহ জেলার সকল রাখাইন পাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এ ফানুস উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ।

এসময় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করে গৌতম বুদ্ধকে স্মরন করা হয়। এর আগে সকালে পঞ্চশীল,অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিহারগুলোতে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা।

বুদ্ধের স্মরনে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়া গুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি