পণ্যের মূল্য স্বাভাবিকঃ বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ১৪:৩৩, ৭ জুন ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ৭ জুন ২০১৬
রমজানে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও দেশীয় বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি আরো বলেন, মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার, চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। পবিত্র রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে আমদানি নির্ভর কিছু পণ্য আন্তর্জাতিক বাজারে হ্রাসবৃদ্ধির কারণে দেশীয় বাজারে তার প্রভাব পড়ে বলে উল্লেখ করেন তিনি। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে বলেও আশ্বস্ত করেন বানিজ্যমন্ত্রী।
আরও পড়ুন