ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পণ্য নকলবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি ব্যবসায়ীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৯, ১৩ ডিসেম্বর ২০১৭

পণ্য নকলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। মঙ্গলবার রাজধানীর লালবাগের সাগুণ কমিউনিটি সেন্টারে বিপিজিএমইএ এর ক্রোকারিজ ও টয়েজ স্ট্যান্ডিং কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘নকল প্রতিরোধ ও প্লাস্টিক সেক্টরের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেয় বিপিজিএমইএ।

সভায় সভাপতিত্ব করেন বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন। বক্তব্য রাখেন পুলিশের এডিসি কামাল হোসেন, বিপিজিএমইএ-এর সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, সিরাজউদ্দিন মালিক, আব্দুস সালাম, শফি মাহমুদ,  এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক, দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তাদের অনুকরণে পণ্য নকল করে বাজারে ছাড়ছে। এটা কোনোমতে গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বিপিজিএমইএ নেতারা বলেন, প্লাস্টিক অ্যাসোসিয়েশন একটি সুশৃংখল নিয়মনীতির মাধ্যমেে এ খাতকে নেতৃত্ব দিচ্ছে। এখানে প্লাস্টিক পণ্যের পেটেন্ট রেজিস্ট্রেশন করানো হয়। তাছাড়া নকল প্রতিরোধে একটি কমিটি কাজ করে যাচ্ছে। কিন্তু তারপরও কিছু সংখ্যক লোক তাদের কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে তৎপর রয়েছে। তারা পণ্য নকল করে বাজারে ছাড়ছে, এতে বাজারে কিছুটা অস্থিরতা তৈরি হচ্ছে।   

প্লাস্টিক খাতের অব্যাহত অগ্রযাত্রার বিবরণ দিয়ে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘প্রায় পাঁচ হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এ খাতে। ১২ লাখ লোক এর উপর নির্ভরশীল। প্লাস্টিকের ব্যবহার ক্রমাগত বাড়ছে।

তিনি বলেন, আমরা একটু সচেতন হলে আগামীতে পণ্য নকল করার কোনো উপায় থাকবে না। এমনকি ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট এর অধীনে কোনো বিদেশি পণ্যও নকল করা যাবে না। যারা অ্যাসোসিয়েশনকে সম্মান করে না, যারা পণ্য নকল করছেন, ভবিষ্যতে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

/ডিডি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি