ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পতেঙ্গায় ‘ধর্ষণ ও জিহ্বা কাটা’ ঘটনার দাবিতে ভারতের ভিডিও প্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি একজন মারাত্মকভাবে আহত নারীর রাস্তার পাশে বসে থাকা ও তাকে পাশ থেকে মানুষজনের প্রশ্ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। দাবি করা হয় “চট্টগ্রাম পতেঙ্গা সিবিচে রাতে তাকে তার কিছু বন্ধুরা মিলে ধর্ষণ করে তারপর জিব্বাহ কেটে দেয়…।”

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তার ধারে ক্ষতবিক্ষত নারীর ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং, ভারতের পশ্চিমবঙ্গের কয়েক মাস পুরোনো একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গার দাবিতে প্রচার করা হচ্ছে৷

মূলত, গত ২০ জানুয়ারি গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় উক্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মহিলাকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল, মুখের এক দিক থেতলানো অবস্থায় ছিল এবং বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।

সুতরাং, বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গায় সম্প্রতি ‘বন্ধু কর্তৃক একজন নারীর ধর্ষণ এবং তার জিহ্বা কাটা’র দাবিতে ভারতের কয়েক মাস পুরোনো একটি ঘটনার ভিডিও প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, পূর্বেও সমজাতীয় দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হলে বিষয়টিকে মিথ্যা সাব্যস্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি