ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পথশিশুদের বিশ্বকাপ: বাংলাদেশ দলের স্পন্সর ফুডপ্যান্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২০ অক্টোবর ২০২২

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পথশিশুদের বিশ্বকাপ ‘দ্য স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ ২০২২’-এ বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে জনপ্রিয় অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। 

বাংলাদেশর পক্ষে এ বিশ্বকাপে অংশ নিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)-এর দল। বাংলাদেশের এ টিমকে পাঁচ হাজার ইউরো সহায়তা দিচ্ছে ফুডপ্যান্ডা।

সারাবিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়। আন্তর্জাতিকভাবে এ আয়োজনের মাধ্যমে পথ শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়। 

চলতি বছরের ৮ অক্টোবর থেকে চতুর্থবারের মতো পথশিশুদের এ বিশ্বকাপ শুরু হয়। এর আগে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ায় এ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, “খুব ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করতাম। এই বিশ্বকাপটি সামাজিক ও লিঙ্গ বৈষম্য, পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। বাংলাদেশ দলের এই মেয়ে খেলোয়াড়দের সাথে দেখা করে, কথা বলে আমি মুগ্ধ হয়েছি। তাদের প্রত্যেকের সংগ্রামের গল্পগুলো আমাকে ভীষণভাবে আবেগতাড়িত করেছে। এতো প্রতিবন্ধকতার পরেও জীবন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি  খুবই ইতিবাচক।”
    
এই আসরে বাংলাদেশ দলের অধিনায়ক জেসমিন আক্তার বলেন, “দোহায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পারায় আমরা গর্বিত। এমন আন্তর্জাতিক আসরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো সত্যিই রোমাঞ্চকর।” 

স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সাল থেকে কাজ করছে লিডো।         

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি