ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পদত্যাগ দাবিতে শাবিপ্রবির দেয়ালে দেয়ালে ‘রক্তের ছাপ’

নুরুল ইসলাম রুদ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ২৯ তম দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ঘুরে এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আইআইসিটি ভবনের দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসান শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১৬ জানুয়ারি বিকেল ৫টায় আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ। এ সময় আহত হয়েছিলেন অন্তত ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে ভবনটির দেয়ালে প্রতীকী ‘রক্তের ছাপ’ বসান শিক্ষার্থীরা। এ যেন সেই রক্তাক্ত দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তারা। যেখানে শটগানের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন সজল কুণ্ড নামের এক শিক্ষার্থী। এক্সরে মেশিনের সাহায্যে তার দেহে অন্তত ৮৩টি স্প্লিণ্ডার এর চিহ্ন পাওয়া গেছে। 

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেই দিন পুলিশের ছিটাগুলি, রাবার বুলেট ও লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। তাদের রক্তের দাগ এখনো শুকায় নি বলে মন্তব্য করে দেয়ালে প্রতীকী রক্তের চাপ বসান লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনিকা ফারজানা ঊর্মি। একে একে অন্যরাও বসিয়েছেন রক্তের ছাপ। যেন সকলের হাত লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে। হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তের ছাপে রঙিন হয়ে উঠেছে শাবিপ্রবির দেয়ালগুলো। সেই রক্তাক্ত হামলার প্রতিবাদ জানাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

অনশন ভাঙার ১৬দিন পেরিয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না আসায় ফের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠছে শাবিপ্রবি। অনশন ভাঙ্গার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসলেও গত বুধবার থেকে ক্যাম্পাসে ফের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। মুখে প্রতিবাদী স্লোগানে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজা আনজুম ইমু বলেন, প্রশাসন আমাদের উপর পুলিশ দিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছিল। এ জায়গায় (আইআইসিটি ভবন) সেই হামলায় রক্তাক্ত হয়েছিল আমাদের সহপাঠীরা। তাই ভবনটির দেয়ালে আমাদের লড়াইয়ের ইশতেহার হিসেবে রক্তিম রক্তচাপ এঁকে দিয়েছি আমরা।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, আমাদের উপর হামলা চালিয়েছিল পুলিশ। আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে তারা। বারবার আশ্বাস দিয়েও এখনো মামলা প্রত্যাহার করেনি পুলিশ। আমরা অনতিবিলম্বে আমাদের ওপর চাপিয়ে দেওয়া সকল মামলা প্রত্যাহার চাই। এছাড়া যেই উপাচার্য থাকা অবস্থায় আমাদের উপর হামলা চালানো হয়েছে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি