ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মাবতী থেকে পদ্মাবত, নতুন পোস্টার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৪১, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালির আলোচিত সিনেমা ‘পদ্মাবত’রাজপুত যোদ্ধাদের বীরগাথা আর রানি পদ্মাবতীর ‘জহরব্রত’, সঙ্গে আলাউদ্দিন খিলজির আগ্রাসন- সব মিলিয়ে টানটান উত্তেজনার একটা রোমহর্ষক চিত্রনাট্য দেখার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। খুশি সিনেপ্রেমীরা। তবে বিতর্কও রয়েছে।

কার্নিসেনার তাণ্ডব থেকে ‘গেরুয়া হুমকি’, এমনকী সিনেমার পরিচালক থেকে কুশীলবদের প্রাণনাশের ফতোয়া, সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে সিনেমার ‘মুক্তি’ দেখতে যাচ্ছে ভারত। যদিও এখনও পুরোপুরিভাবে শঙ্কা কাটেনি। এই সিনেমা মুক্তি পেলে ‘জহরব্রত’ পালন করার মত হুমকি দিয়ে রেখেছে রাজস্থানের মহিলারা। যেভাবে আলাউদ্দিন খিলজির লালসার হাত থেকে রেহাই পেতে আত্মাহুতি দিয়েছিলেন রানি পদ্মাবতী ঠিক সেভাবেই আগুনে ঝাপ দিয়ে প্রতিবাদ জানাবেন রাজপুত মহিলারা। এসবের পরেও সিনেমা মুক্তি নিয়ে আশাবাদী পরিচালক সঞ্জয়লীলা বনশালি।

পদ্মাবতী থেকে পদ্মাবত, সিনেমার নতুন নামের সঙ্গেই এবার এল নতুন পোস্টারও। সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইট করে পদ্মাবত সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি