ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মায় ৯ ঘণ্টায় ২ সেমি পানি বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এ বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আর গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি।

পানি বৃদ্ধির হার আরো বেশি হয়েছে বলে দাবি করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। উজানে ফারাক্কা বাধ খুলে দেওয়ার খবরে পদ্মা পাড়ের বাসিন্দাদারে মাঝে এরই মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার বিকেল থেকেই অনেকেই বাড়িতে শুকনা খাবারও মজুদ শুরু করেছেন। 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রববার দুপুর থেকেই পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০ দশমিক ৪৮ মিটার। বিকাল ৩টায় তা হয় ২০ দশমিক ৫০ মিটার। পাংখায় পদ্মার পানির বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার।

সেই হিসেবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা।
অন্যদিকে রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। সেখানে সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার।
 
রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬ দশমিক ৯২ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫ দশমিক ০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মখলেছুর রহমান বলেন জানান, রাজশাহীতে গত ৯ ঘণ্টায় ২ সেন্টিমিটার বেড়েছে পদ্মা নদীর পানি। এ অবস্থা  চলতে থাকলে আগামী তিনদিন পর পানির বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা আছে। সে হিসেবে আগামী ৩ দিন গঙ্গা-পদ্মা নদীর পরিস্থিতি স্থিতিশীল থাকবে। যদি এভাবে পানি বাড়তেই থাকে তাহলে তিন পর থেকে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।’
 
উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিই। আগামী ১০ দিনের মধ্যেও পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তারপরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়ছে বলে। রবিবার দুপুর থেকেই পানি বাড়ছে। আরো ২-৩ দিন গেলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।’
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি