ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসছে বুধবার

প্রকাশিত : ১৩:২২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরো একটি স্প্যান। ইতোমধ্যে ৭টি স্প্যান বসানো হয়েছে। আগামী কাল বুধবার আরো একটি স্প্যান বাসানোর মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে সপ্তম স্প্যান রওনা হয়ছে। ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে রওনা হয় বলে জানান সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

নির্বাহী প্রকৌশলী বলেন, মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান নিয়ে মাওয়া থেকে জাজিরার দিকে গেছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে।

আবদুল কাদের আরো জানান, সবকিছু ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারের ওপর এ স্প্যান বসতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান। এটি স্থাপিত হলে সেতুর ১০৫০ মিটার দৃশ্যমান হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি