পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৩৩ শতাংশ জানিয়েছেন ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৭:২০, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২০, ১৬ এপ্রিল ২০১৬
পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। সামগ্রিক অগ্রগতি ৩৩ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের জানান, মূল সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে। মে মাস থেকে কাজের গতি আরো বাড়বে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতুর মূল পাইলিং-কাজ মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া এলাকায় এবং নদীশাসনের কাজ জাজিরা পয়েন্টে উদ্বোধন করা হয়। সেতুর পুরো কাজ শেষ হবার কথা রয়েছে ২০১৯ সালের মধ্যে।
আরও পড়ুন