ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পবিত্র ওমরাহ্‌ পালনে গেলেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪০, ১৮ নভেম্বর ২০১৮

ইনজুরিতে পড়ায়  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তবে এই সময়টা বসে না থেকে চলে গেছেন পবিত্র ওমরাহ্‌ হজ পালনের উদ্দেশ্যে। শনিবার রাতে দেশ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। পুনর্বাসন শেষে মাঠে আসার অনুশীলনে আবারও ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও কমেনি সেই ব্যথা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রাখা হয় তাকে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও ওমরাহ্‌ পালন করেন তামিম।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি