ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র মিনায় হজের সময় সন্তান প্রসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৬, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হজের নিয়তে ইহরাম বেঁধে ‘‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নি’মাতা লাকা ওয়াল মুলক’ ধ্বনিতে মুখর যখন মক্কার পবিত্র মিনা নগরী। যেখানে কমপক্ষে ২০ লাখ হজযাত্রী মিনায় সমবেত হয়েছেন।

পবিত্র হজের প্রথম দিন মঙ্গলবার পাকিস্তানী এক নারী হাজি জন্ম দিলেন এক পুত্র সন্তান। কিন্তু তার প্রসব এতো দ্রুত হওয়ার কথা ছিল না। চিকিৎসকরা জানিয়েছিলেন আরো পরে তিনি সন্তানের মা হবেন। তবে সব হিসেবকে পাশ কাটিয়ে ঘটে গেল এমন একটি ঘটনা।

আল-ওয়াদি হাসপাতালে পরিচালক মোহাম্মদ মালাইবারি জানিয়েছেন, ওই মহিলার গর্ভে শিশুটির জন্ম হয়।  মা ও শিশু সুস্থ আছে বলেও জানান তিনি।

হজ করতে এসে সন্তানের জন্মদানের ঘটনা বিরল। আর এবারের হজে এই প্রথম কোনো হাজি সন্তানের জন্ম নিলেন। শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।

শিশুটির বাবা জানান, মিনায় পৌঁছানোর পরপরই তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে মিনা আল-ওয়াদি হাসপাতালে নিয়ে আসা হয়। পবিত্র স্থানে সন্তানের জন্ম হওয়ায় খুশি ওই ব্যক্তি।

তিনি হাসপাতালের কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি