ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র লায়লাতুল কদর পালিত (ভিডিও)

প্রকাশিত : ০৯:৪৭, ২ জুন ২০১৯ | আপডেট: ১১:৩২, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইবাদত-বন্দেগী আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর। মহিমান্বিত এই রাতে নফল নামাজ, কোরান তেলাওয়াত-সহ ইবাদত বন্দিগীতে ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসল্লীরা। মহান আল্লার কাছে মাগফেরাত কামনা করে দেশ ও জাতির জন্য দোয়া চান তারা।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘ক্বদর’ শব্দের অর্থ মর্যাদা। ধর্মীয় মতে, লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানে ঘোষনা করেছেন। মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে লাইলাতুল কদর।

আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দুরুদ পাঠের মাধ্যমে মহিমান্বিত এ রাত পার করেন মুসল্লীরা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিলো ধর্মপ্রান মুসুল্লিদের ভীড়। রাতভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় মশগুল ছিলেন তারা।

এছাড়া দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লার দরবারে মোনাজাত করেন ধর্মপ্রান মুসুল্লিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি