ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পবিপ্রবিতে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১০, ২৩ ডিসেম্বর ২০১৭

জনবল নিয়োগ দেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রভাষক, পিও ,ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, বয় এবং কুক পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) প্রভাষক-৩২ জন

উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কৃষিতত্ত্ব বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগ,ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ, মেরিন ফিশারিজ এন্ড অশোনোগ্রাফি বিভাগ, ডিজেস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ, হিউম্যান নিউট্রিশন এন্ড ডাইটেটিক্স বিভাগ, ফুড মাইক্রোবায়োলজী বিভাগ, ফুড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগ, ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগ, ল্যান্ড পলিসি এন্ড ল’ বিভাগ, জিওমেটিক্স বিভাগ, জিওডেসি বিভাগ, ল্যান্ড রেকর্ড এন্ড ট্রান্সফরমেশন বিভাগ, এ্যানিমেল প্রোডাক্টস এন্ড বাই-প্রোডাক্টস টেকনোলজি বিভাগ, পোল্টি সায়েন্স বিভাগ, মেডিসিন সার্জারি এন্ড অবসটেটিক্স বিভাগ।

উপরোক্ত বিভাগ সমূহের মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ,কৃষি সম্প্রসারণ ও গ্রামীন উন্নয়ন বিভাগ,ফুড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এ্যানিমেল প্রোডাক্টস এন্ড বাই-প্রোডাক্টস টেকনোলজি বিভাগগুলোতে ২ টি করে এবং বাকিসব বিভাগে ১ টি করে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

২) প্রো-ভাইস চ্যান্সেলরের অফিস-

ক) পিও টু প্রো-ভাইস চ্যান্সেলর-০১ টি

খ) জুনিয়র অ্যাসিসটেন্ট-০১ টি

গ) ড্রাইভার-০১ টি

ঘ)এম.এল.এস.এস-০১ টি

৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

ক) ইলেকট্রিশিয়ান-০১ টি

খ) অ্যাটেনডেন্ট-০২ টি

গ) ডাইনিং বয়-০২ টি

৪) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

ক) কুক-০১ টি

খ) ডাইনিং আযা-০২ টি

গ) গার্ড-০২ টি

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে বিস্তরিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.pstu.ac.bd) দেখুন।

এছাড়া বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন-

http://www.pstu.ac.bd/newsite/uploads/articles/Circular%20Criteria(1).pdf

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২ জানুয়ারী, ২০১৭ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

/ এম / এআর

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি