ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবিতে ৫০তম রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ২৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৫০তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত পবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, উক্ত সভায় পবিপ্রবি কর্মকর্তাদের পর্দোন্নয়ন এবং পবিপ্রবির ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সাময়িক বরখাস্ত শিক্ষক অধ্যাপক মোঃ  মেহেদী হাসানের বিষয়ে আলোচনা করা হয়। 

রিজেন্ট বোর্ড সভায় উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস. এম. শাহজাদা, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ অন্যান্য রিজেন্ট বোর্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি