ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবি ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১১:৫৯, ৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মীরা।

সোমবার রাতে কমিটি ঘোষণার খবরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী। এসময় বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করার ঘোষণা দিয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।

বিক্ষোভকারীরা তাদের ভাষায় বলেন, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করার পায়তারা চালানো হচ্ছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি