ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পররাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি ড. সৈয়দ মনোয়ার হেসেন আর নেই

প্রকাশিত : ২৩:৫৪, ১২ জুলাই ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ভগ্নিপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনোয়ার হেসেন বুখারি ইন্তেকাল করেছেন। শুক্রবার রাজধানী ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে ড. মনোয়ারের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, ছয় ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার রাত ১০ টায় ধানমন্ডির শংকর মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তাকে ঢাকার নবাবগঞ্জে শনিবার সকালে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

উল্লেখ্য, পররাষ্টমন্ত্রীর ছোট বোন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজার স্বামী ড. সৈয়দ মনোয়ার হোসেন বুখারি।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি