পরিকল্পনামন্ত্রী করোনামুক্ত
প্রকাশিত : ১৪:৫৩, ২২ অক্টোবর ২০২০
করোনাভাইরাস মুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বুধবার করোনার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।
তিনি জানান, পর পর দুটি রিপোর্টে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন বুধবার। শাহেদুর রহমান জানিয়েছেন, তিনি এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, কোভিড-১৯ আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন।
এমবি//