ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কাজ পাওয়ার জন্য কখনও ব্যক্তিগত জীবনে, কখনও জনসমক্ষে যৌন হয়রানির শিকার হতে হয় অনেককেই। এবার এক মরাঠি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন এক উঠতি অভিনেত্রী।

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ে নাম লেখাতে চেয়েছিলেন পুণের এ তরুণী। পেশায় নৃত্যশিক্ষক এ তরুণী বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও ডান্স শো পরিচালনা করেছেন।

গত ৪ আগস্ট এক পরিচিতের কাছে পরিচালক আপ্পা পাওয়ারের কথা জানতে পারেন তিনি। তিনি বলেন, তাঁর আসন্ন দু’টি মারাঠি ছবির জন্য নতুন মুখ খুঁজছেন। মোবাইলে তার সাথে যোগাযোগ করা হলে ৬ আগস্ট স্টুডিওতে আসতে বলেন। স্টুডিওতে যাওয়ার পর সেখানে আরও দুই প্রযোজক উপস্থিত ছিলেন।

স্ক্রিন টেস্টের পর জানানো হয় তিনি ছবি দুটির সেকেন্ড লিডে সুযোগ পেয়েছেন। এর পর আপ্পা পাওয়ার নিজের ঘরে ডাকেন। সেখানেই তাঁকে যৌন প্রস্তাব দেওয়া হয়।

অভিযোগকারী এ অভিনেত্রীর জানান, পরিচালকের যৌন প্রস্তাব মেনে নিলে ছবির লিড রোলে তাকে স্থান দেওয়া হবে বলে জানান পরিচালক। পরে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়েই পুণের ওয়াকার পুলিশ স্টেশনে ওই পরিচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত পরিচালক।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি