ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারকে বাঁচাতে মানবঢাল হিসেবে দাঁড়ান কম্পারেটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তির নাম কোরে কম্পারেটর। তিনি ছিলেন একজন অগ্নিনির্বাপক এবং দুই কন্যার পিতা। তার পরিবারকে গুলির হাত থেকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 

শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর তার মেয়ে অ্যালিসন ফেসবুক পোস্টে বলেছেন, কম্পারেটর একজন বাস্তব জীবনের ‘সুপারহিরো’ ছিলেন।

অ্যালিসন বলেছেন, ‘তিনি আমার মা এবং আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন এবং বুলেট থেকে আমাদেরকে রক্ষা করতে নিজেকে মানবঢাল হিসিবে ব্যবহার করেছিলেন।’

তিনি তার বাবাকে ‘একজন সেরা বাবা’ হিসেবে বর্ণনা করেছেন। যিনি সর্বদা যে কাউকে সাহায্য করতে প্রস্তুত তাকে দ্রুত বন্ধু হিসাবে মেনে নিতেন।’

কম্পারেটরের এক বোন রোববার ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। যে বন্দুকধারী একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে তার প্রতি ঘৃনা প্রকাশ করছি, কারণ ‘আমরা আমাদের ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতাম।’

পিটসবার্গ পোস্ট-গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কম্পারেটর পূর্বে বাফেলো শহরতলীর ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেনসিলভানিয়ার গভর্নর কম্পারেটরকে একজন বীর হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, তিনি তার সম্মানে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখেছেন।

গভর্নর জোশ শাপিরো সাংবাদিকদের বলেন, ‘গত রাতে আমরা একজন পেনসিলভানিয়ানকে হারিয়েছি। কম্পারেটর একজন গির্জাগামী অগ্নিনির্বাপক কর্মী যিনি ‘তার সম্প্রদায় এবং বিশেষকরে তার পরিবারকে ভালোবাসতেন।’

শাপিরো আরও বলেছেন, ‘কোরি সাবেক প্রেসিডেন্টের একজন কট্রর সমর্থক ছিলেন।’

বন্দুকধারী (২০) থমাস ম্যাথিউ ক্রুকস হিসাবে চিহ্নিত। তার বাসা বেথেল পার্কের কাছাকাছি। একজন সিক্রেট সার্ভিস স্নাইপারের গুলিতে নিহত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি