ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পরিবেশ ঠিক থাকলে ঢাকার অভ্যন্তর-দূরপাল্লায় চলবে বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ২৭ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবর ঘিরে দেশবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা। দূরপাল্লার বাস চলাচল নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে জনমনে। তবে পরিবেশ ঠিক থাকলে দূরপাল্লা ও ঢাকার অভ্যন্তরে বাস চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এমন তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত উল্লাহ বলেন, আমরা দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে দূরপাল্লার সব যাত্রীবাহী পরিবহন চলাচল করবে।

এছাড়া শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ-বিএনপির ডাকা মহাসমাবেশ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সহায়তা চেয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। এরইমধ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ সহায়তা চান পরিবহন মালিক নেতারা।

এনায়েতুল্লাহ খান বলেন, শুধু দূরপাল্লা নয়, ঢাকার অভ্যন্তরেও সব ধরনের পরিবহন চলাচল করবে। ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং কেউ যেন কোনো ধরনের ভাঙচুর বা অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটাতে না পারে সেসব বিষয় ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেছি আমরা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি