ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পরিবেশ দিবসে শাবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ৫ জুন ২০২২ | আপডেট: ১৯:৫৩, ৫ জুন ২০২২

‘একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সংলগ্ন রোডের পাশে বিভিন্ন দেশীয় ফলজ গাছ রোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তেতুল, আম, জাম, লিচুসহ কয়েক ধরণের ফলজ গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আব্দুল্লাহ আল রোমান, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, সমুদ্র বিজ্ঞান বিভাগের সভাপতি রিশান তন্ময় ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদারসহ অন্য নেতাকর্মীরা।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি