পরিবেশ দূষণ: ৬ কারখানাকে জরিমানা
প্রকাশিত : ২১:৪৯, ২৪ জানুয়ারি ২০১৮
পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং বুধবার দূষণবিরোধী অভিযান চালিয়ে রাজধানী ঢাকা ও গাজীপুরের ৬টি কারখানার ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে।
কারখানাগুলোতেপরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ব্যতীত কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন, অবস্থানগত অথবা পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা স্থাপন ও পরিচালনার জন্য এসব কারখানার এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।পরিবেশ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের দক্ষিণখান এলাকার “ডি আর নিউ পাথ ওয়াশিং’কে ৪ লাখ ২৫ হাজার ২৮০ টাকা, জুরাইনের “মেসার্স মা ভূষি ট্রেডার্স”-কে ১ লাখ টাকা, গাজীপুরের “ফেং লেং টেকনোলজি লিমিটেডকে ৩ লাখ টাকা, উত্তরা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ৩ লাখ টাকা, সাউথ ড্রাগন ডাইং এন্ড ওয়াশিং লিমিটেডকে ২ লাখ ১ হাজার ২১৬ টাকা এবং ১ টি কয়লা ভাটার ৭০হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।সূত: বাসস
আর
আরও পড়ুন